Goalpokhar: গোয়ালপোখরে তৃণমূল কর্মীকে গুলি করে উধাও ২ বাইক আরোহী দুষ্কৃতী

স্থানীয় বাসিন্দারা গনিকে উদ্ধার করে পাঞ্জিপাড়া পুলিস ফাঁড়িতে নিয়ে যায়

Updated By: Sep 20, 2021, 04:14 PM IST
Goalpokhar: গোয়ালপোখরে তৃণমূল কর্মীকে গুলি করে উধাও ২ বাইক আরোহী দুষ্কৃতী

নিজস্ব প্রতিবেদন: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। এনিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাতভিটা এলাকায়।

আরও পড়ুন-Tripura: অভিষেকের মিছিল নিয়ে অবিলম্বে ত্রিপুরা সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে, নির্দেশ হাইকোর্টের

রবিবার রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী আব্দুল গনি। সেইসময় পাঞ্জিপাড়া এলাকার সাতভিটায় তাকে ঘিরে ধরে বাইক আরোহী ২ দুষ্কৃতী। এরপর খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে গুলি তাঁর কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা গনিকে উদ্ধার করে পাঞ্জিপাড়া পুলিস ফাঁড়িতে নিয়ে যায়। আহত গনিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিস।

আরও পড়ুন-Rajya Sabha Poll: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় তৃণমূলের Sushmita! Suvendu -র ঘোষণায় স্পষ্ট ছবি  

আহত গনির দাবি, দুষ্কৃতীদের তিনি চিনতে পারেননি। তবে তারা একটি সাদা বাইকে চড়ে এসেছিল। গোটা ঘটনার তদন্ত করতে হবে পুলিসকে। 

ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে গনির পরিবার। তাদের দাবি, গনির কোনও পুরোনো শত্রুতা নেই। সক্রিয় রাজনীতিও করেন না। তাহলে কী কারণে গুলি, তানিয়ে ধন্দে পরিবার। পুলিস সূত্রে খবর, সাদা বাইক আরোহী হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.