Janata Co-Operative Society Election: সবুজ ঝড়ে উড়ল বিরোধীরা, মহিষাদলে জনতা সমবায়ের ভোটে জয়ী তৃণমূল

জেলা বিজেপির কিষাণ শাখার সভাপতি বিশ্বনাথ বন্দ্য়োপাধ্যায় বলেন, গত সমবায় নির্বাচনে একটি আসনও পায়নি বিজেপি। সেদিক থেকে এবার কিছুটা ভালো ফল করেছে দল। মানুষ বিজেপিকে নিয়েছে

Updated By: Dec 29, 2022, 05:26 PM IST
Janata Co-Operative Society Election: সবুজ ঝড়ে উড়ল বিরোধীরা, মহিষাদলে জনতা সমবায়ের ভোটে জয়ী তৃণমূল

কিরণ মান্না: মহিষাদলে সমবায় সমিতির নির্বাচনে প্রায় দুরমুশ অলিখিত বাম-বিজেপি জোট। কেশবপুর জনতা সমাবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে বিরোধীদের  উড়িয়ে দিল ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় বিরোধীরা সমবায় সমিতির নির্বাচনে জয়ী হলেও কেশবপুর জনতা কো-অপারেটিভ সোসাইটিতে তাদের জয়যাত্রা থেমে গেল।

আরও পড়ুন-ভিন ধর্মে প্রেম, অত্যাচারের আতঙ্কে মাথায় গুলি করে আত্মঘাতী যুবক! হাতে প্রেমিকার ছবি   

জনতা কে-অপারেটিভ সোসাইটিতে মোট আসন ৬৭। এর মধ্যে ৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির। 
বুধবার নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় তৃণমূলের দখলে গিয়েছে মোট ৬৬ আসন। একটিমাত্র আসনে জয়ী হয়েছে বিরোধী বিজেপি-বাম-কংগ্রেস জোট। 

এই ভোট তৃণমূল প্রার্থী দেয়ে ৬৭ আসনে। বিজেপি ৪৭ আসনে, সিপিএম ৩৬ আসনে প্রার্থী দিয়েছে। ভোটার সংখ্য়া ছিল ১৭০০। 

এনিয়ে এলাকার বিধায়ক তিলক চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, সারাবছর মানুষ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধে পেয়ে আসছে। কৃষকরা বিভিন্ন প্রকল্পে উপকৃত হচ্ছেন। তারই ফল দেখা গিয়েছে সমবায়ের নির্বাচনে। 

অন্যদিকে, জেলা বিজেপির কিষাণ শাখার সভাপতি বিশ্বনাথ বন্দ্য়োপাধ্যায় বলেন, গত সমবায় নির্বাচনে একটি আসনও পায়নি বিজেপি। সেদিক থেকে এবার কিছুটা ভালো ফল করেছে দল। মানুষ বিজেপিকে নিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.