WB Assembly Election 2021: নববর্ষের রাতে শ্রীরামপুরের TMCর পঞ্চায়েত উপপ্রধানের ওপর হামলা, অভিযুক্ত BJP

তাঁর আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা সেদিকে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম তৃণমূল নেতা ভর্তি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। 

Updated By: Apr 16, 2021, 02:07 PM IST
WB Assembly Election 2021: নববর্ষের রাতে শ্রীরামপুরের TMCর পঞ্চায়েত উপপ্রধানের ওপর হামলা, অভিযুক্ত BJP

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুরে। নববর্ষের রাতে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত উপপ্রধান দীপেন মন্ডল। অভিযোগ, পিয়ারাপুরের কাছে তাঁকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘিরে ধরে বেধড়ক মারধর করে। তাঁর আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা সেদিকে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম তৃণমূল নেতা ভর্তি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। 

আরও পড়ুন:  মত্ত চালকের হাতে পুরসভার গাড়ি, মর্মান্তিক ঘটনা মহেশতলায়

আজ সকালে তাঁরে দেখে আসেন চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন। তাঁর অভিযোগ, বিজেপি তাঁকে খুনের ছক কষেছিল। অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, নারীঘটিত সমস্যায় স্থানীয় বাসিন্দারাইস দীপেনকে মারধর করেছিল। তাঁর চিত্কার শুনে বিজেপি কর্মীরা বরং সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে, পাল্টা দাবি বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতির। ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানা। 

.