বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম দখলের পথে তৃণমূল!

সোমবার বেলা গড়ানোর পর থেকেই সবুজ আবিরে রাঙে বীরভূম। জয়ের ব্যাপারে উচ্ছ্বসিত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে শুধু বীরভূম জেলা পরিষদই নয়, কেতুগ্রাম, মঙ্গলকোটেও   তৃণমূলেরই জয় বলে আশাবাদী তিনি।

Updated By: Apr 9, 2018, 05:09 PM IST
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম দখলের পথে তৃণমূল!

নিজস্ব প্রতিবেদন: বীরভূম দখলের পথে তৃণমূল কংগ্রেস।  তৃণমূলের বীরভূম জেলা পরিষদ দখল মাত্র সময়ের অপেক্ষা। মনোনয়ন শেষ হওয়ার আগেই জেলা পরিষদ দখল করছে তৃণমূল।

সূত্রের খবর, জেলা পরিষদের ৪২ টি-র মধ্যে ৪১ টি-তেই কোনও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। ১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টি কার্যত তৃণমূলের দখলে। স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: দমদম ক্যান্টনমেন্টে রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ, জখম ১

সোমবার বেলা গড়ানোর পর থেকেই সবুজ আবিরে রাঙে বীরভূম। জয়ের ব্যাপারে উচ্ছ্বসিত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে শুধু বীরভূম জেলা পরিষদই নয়, কেতুগ্রাম, মঙ্গলকোটেও   তৃণমূলেরই জয় বলে আশাবাদী তিনি।

বীরভূমের প্রতিদ্বন্দ্বীবিহীন জয়ের রহস্যটা কী? অনুব্রত মণ্ডল ফোনে জানালেন, বীরভূমের নতুন ফর্মুলা ট্যাবলেট। উন্নয়নের জোরেই জয় হয়েছে তৃণমূলের। গুড় –বাতাসার পর যে কেষ্ট এবার নতুন ফর্মুলা   ব্যবহার করছেন, তা বলাই বাহুল্য। ২৪ ঘণ্টাকে ফোনে কী জানালেন অনুব্রত? শুনুন... 

        

.