Kalyan Banerjee: 'একবার কেন, হাজারবার করব', কল্যাণ আছেন কল্যাণেই!

সংসদে মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানেই অনড় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।  'আমার মনে হয়, আপনি সংসদের সদস্য হওয়ার যোগ্য নয়', পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

Updated By: Dec 25, 2023, 06:02 PM IST
Kalyan Banerjee: 'একবার কেন, হাজারবার করব', কল্যাণ আছেন কল্যাণেই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'একবার কেন, হাজারবার করব'। মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানেই অনড় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। বললেন, 'কৌতুক মৌলিক অধিকার। যাঁরা কৌতুক বোঝেন না, তাঁরা হিউমার বোঝেন না'।

আরও পড়ুন:  Bankura: সদ্যোজাত গুরুতর অসুস্থ, মানসিক অবসাদে হাসপাতালেই আত্মহত্যা প্রসূতির

ঘটনা ঠিক কী? শীতকালীন অধিবেশনে এবার কার্যত গণহারে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী সাংসদদের। নতুন সংসদের ভবনে মকরদ্বারে সেদিন অবস্থান বিক্ষোভ চলছিল। সিঁড়িতে বসেই দেশের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের মিমিক্রি করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর শরীরী ভাষা ও অঙ্গভঙ্গি দেখে হাসি চেপে রাখতে পারেননি অন্যন্য দলের সাংসদরা। এমনকী, মোবাইল বের করে ভিডিয়ো করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকেও।

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'মিমিক্রি, উনি বলেছে আর্ট। নিশ্চয়ই মিমিক্রি একটা আর্ট। কিন্তু মিমিক্রি করার জায়গা তো সংসদ নয়, সংসদের সিঁড়ি নয়। তার জন্য মিরাক্কেল আছে, মিরাক্কেলে যান। কপিল শর্মার শো-তে যান'।  তাঁর আরও বক্তব্য,  'সংসদভবন আপনার (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) জায়গা নয়। আপনি যদি ভারতের উপরাষ্ট্রপতিতে মিমিক্রি করেন এবং সংসদে দাঁড়িয়ে মিমিক্রি করেন, আপনার মস্তিষ্কের স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে। আমার মনে হয়, আপনি সংসদের সদস্য হওয়ার যোগ্য নয়'।

 

আরও পড়ুন:  West Bengal Weather Update: বৃষ্টি হবে? কড়া শীত পড়বে? জেনে নিন ক্রিসমাসের আবহাওয়া...

এর আগেও, হুগলির তৃণমূল সাংসদ বলেছিলেন, 'মিমিক্রি একটা শিল্প, অপরাধ নয়। জয়রাম রমেশ একটা ভিডিয়ো পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে মিমিক্রি করছেন! আমরা তো বিষয়টা গুরুত্ব দিইনি, হাল্কাভাবে নিয়েছি। উনি কীভাবে চালান, কীভাবে ভাবভঙ্গি, তা তো আমি জানি না।  এখন সেটাকে... ওনার লেগেছে। আঘাত লেগেছে মানসিকভাবে। আমার কোনও উদ্দেশ্য ছিল না, ওনাকে কোনওরকম মানসিক আঘাত দেওয়ার'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.