ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনের জের! সরানো হল চন্দননগরের সিপিকে, দায়িত্বে হুমায়ুন কবীর

রবিবারই সরিয়ে দেওয়া হয় চুঁচুড়া থানার আইসি নিরুপম সেন ও ব্যান্ডেল পুলিস ফাঁড়ির আধিকারিক দীপশ্রী সেনগুপ্তকে।

Updated By: Jul 1, 2019, 09:42 PM IST
ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনের জের! সরানো হল চন্দননগরের সিপিকে, দায়িত্বে হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদন : ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ রাম খুনের জের। এবার সরিয়ে দেওয়া হল চন্দননগরের সিপি অখিলেশ চতুর্বেদীকে। গত শনিবারই ব্যান্ডেল স্টেশনে খুন হন দিলীপ রাম।তারপরেই পুলিসের ওপর ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। রবিবারই সরিয়ে দেওয়া হয় চুঁচুড়া থানার আইসি নিরুপম সেন ও ব্যান্ডেল পুলিস ফাঁড়ির আধিকারিক দীপশ্রী সেনগুপ্তকে। সোমবার সরানো হল চন্দননগরের সিপিকে। অখিলেশ চতুর্বেদীর জায়গায় দায়িত্ব নিলেন হমায়ুন কবীর।  

শনিবার সাতসকালে ব্যান্ডেল স্টেশনে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সকালে ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন দিলীপ রাম। সেই সময় কয়েকজন এসে আচমকা দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার মাথার পিছনে গুলি লাগে।

আরও পড়ুন- ভাটপাড়ায় শান্তি ফেরাতে প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এলেন কৌশিক সেন

এরপর আশঙ্কাজনক অবস্থায় ব্যান্ডেল জিআরপি এবং স্থানীয় লোকেরা তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করেন। ঘণ্টাঘানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর। খুনের ঘটনায় তদন্তে নেমেছে ব্যান্ডেল জিআরপি ও ব্যান্ডেল পুলিস ফাঁড়ি।

 

.