গাজোলে তৃণমূলনেতাকে প্রকাশ্যে কুপিয়ে খুন
জানা গিয়েছে, বিবেকানন্দপল্লির বাসিন্দা প্রদীপ রায় সোমবার রাতে নিজের বাইকেই শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্যে তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল মালদহের গাজোলের মাজরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম প্রদীপ রায়। তিনি বিবেকানন্দপল্লি এলাকার বুথ সভাপতি ছিলেন।
জানা গিয়েছে, বিবেকানন্দপল্লির বাসিন্দা প্রদীপ রায় সোমবার রাতে নিজের বাইকেই শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসাচলাকালীন আচমকাই দুষ্কৃতীরা প্রদীপ রায়কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
জাতীয় পতাকা হাতে মিছিল করলে গ্রেফতার করছে পুলিস, এটা কি পাকিস্তান? প্রশ্ন সায়ন্তন বসুর
বাইক থেকে পড়ে যান তৃণমূলনেতা। এরপর মাটিতে ফেলেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিকবার কোপানো হয়। পরে অস্ত্র উঁচিয়েই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় গাজোল থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তাঁদের অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। বিজেপির তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।