বিজয় মিছিলে আসতে দেরি কেন? তৃণমূলের মারে হাসপাতালে তৃণমূলই

লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই কেশপুরে একাধিক তৃণমূলের পার্টি অফিস দখল করে নেয় বিজেপি। জায়গায় জায়গায় আক্রান্ত হয় দলীয় কর্মীরা। গতকালই শুভেন্দু অধিকারী কেশপুরে এসে দলীয় কর্মীদের সাহস যোগান।

Updated By: May 28, 2019, 03:37 PM IST
বিজয় মিছিলে আসতে দেরি কেন? তৃণমূলের মারে হাসপাতালে তৃণমূলই

নিজস্ব প্রতিবেদন: বিজয় মিছিলে দেরি করে আসায় দলীয় সমর্থকদের উপর চড়াও তৃণমূল নেতারা। মারধরে আহত ৪ তৃণমূল সমর্থক। ঘটনা কেশপুর থানার ধলহারা গ্রামে।

 

লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই কেশপুরে একাধিক তৃণমূলের পার্টি অফিস দখল করে নেয় বিজেপি। জায়গায় জায়গায় আক্রান্ত হয় দলীয় কর্মীরা। গতকালই শুভেন্দু অধিকারী কেশপুরে এসে দলীয় কর্মীদের সাহস যোগান। বলেন, ভেঙে না পড়ে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করুন। দলীয় কর্মীদের বিভিন্ন এলাকায় মিছিল করতে নির্দেশ দেন তিনি। 

তৃণমূলকে শেষ করে দেব, ভাটপাড়া পুরসভায় সংখ্যারিষ্ঠতা পেয়ে বললেন অর্জুন সিং

সেইমতো কেশপুরের ধলহারা গ্রামে মঙ্গলবার সকালে বিজয় মিছিলের আয়োজন করেছিল তৃণমূল।কিন্তু কয়েকজন সমর্থক দেরি করে আসায় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tags:
.