দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

দক্ষিণ মালদহে কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে, কী করবে, তা নাকি ঠিক করে দিচ্ছেন দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী  শ্রীরূপা চৌধুরি ও  তাঁর স্বামী আরকে চৌধুরি। পরামর্শ দেওয়ার নামে তাঁরা কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের। 

Updated By: Mar 26, 2019, 01:45 PM IST
দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ মালদহ বিজেপি প্রার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরী ও তাঁর স্বামী আরকে চৌধুরী পরামর্শ দেওয়ার নাম করে কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রভাব খাটাচ্ছেন। 

অনেক আগেই বাংলার বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নিয়মমাফিক ভোটের আগে বিভিন্ন এলাকায় চলছে রুট মার্চও। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষের মতো তৃণমূল নেতারা। এবার কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রভাব খাটানোর অভিযোগ উঠল বিজেপি প্রার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে। 

ফের বিপাকে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল

দক্ষিণ মালদহে কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে, কী করবে, তা নাকি ঠিক করে দিচ্ছেন দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী  শ্রীরূপা চৌধুরি ও  তাঁর স্বামী আরকে চৌধুরি। পরামর্শ দেওয়ার নামে তাঁরা কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের। 

জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর মনোনয়ন নিয়ে চূড়ান্ত জটিলতা, নতুন প্রার্থী বিজেপির?

এবার তা নিয়ে নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, চুক্তি ভিত্তিক কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত  আরকে চৌধুরি। তৃণমূলের বিরুদ্ধেও তাজ করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ। ইতিমধ্যেই নালিশ জানিয়েছে  সুব্রত বক্সি।

 

.