Locket Chatterjee: লকেটের বিক্ষোভ সমাবেশে ব্যান্ডেলের কুখ্যাত দুষ্কৃতী লালা! কমিশনে তৃণমূল

Locket Chatterjee:অসিত বলেন, দীর্ঘদিন ধরে যে দুষ্কৃতিরা ব্যান্ডেল শাসন করেছিল। আমি বিধায়ক হওয়ার পর তাদের জনবিচ্ছিন্ন করি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছিল

Updated By: Apr 2, 2024, 03:49 PM IST
Locket Chatterjee: লকেটের বিক্ষোভ সমাবেশে ব্যান্ডেলের কুখ্যাত দুষ্কৃতী লালা! কমিশনে তৃণমূল

বিধান সরকার: বিজেপি কর্মীদের মারধোরের অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে গত ২৯ মার্চ ব্যান্ডেল পুলিস ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালা মা জশোয়া দেবী ছিলেন বলে অভিযোগ তৃনমূল বিধায়ক অসিত মজুমদারের।

আরও পড়ুন- বিয়ে না করে সঙ্গম করা অপরাধ নয়, নির্দেশ আদালতের

এনিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেল করে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান অসিত মজুমদার। অন্যদিকে, লকেটের দাবি, দুষ্কৃতীদের লালন পালন তৃনমূলেরই ঘরে।

অসিত বলেন, দীর্ঘদিন ধরে যে দুষ্কৃতিরা ব্যান্ডেল শাসন করেছিল। আমি বিধায়ক হওয়ার পর তাদের জনবিচ্ছিন্ন করি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছিল। একটা সময় এই দুষ্কৃতীদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করেছিল। সেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে ডেপুটেশন দেয় ব্যান্ডেলের সবথেকে বড় দুষ্কৃতি লালার মাকে নিয়ে। সন্ত্রাস সৃষ্টির জন্য গুন্ডা মস্তানদের আমদানী করছে বিজেপি। যেদিন ফাঁড়িতে বিক্ষোভ হয়েছে তার দু দিনের মধ্যে একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছে,অপহরনের চেষ্টা হয়েছে। লকেট গুন্ডা মস্তানদের আশ্রয় দিচ্ছেন। তাদের প্রশ্রয় দিচ্ছেন। আমরা এই কারনে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি এই ধরনের প্রার্থীকে যাতে প্রতীক(সিম্বল) না দেওয়া হয়।

সম্প্রতি বলাগড়ের সভা থেকে তৃনমূলে দুষ্কৃতী যোগ নিয়ে সরব হতে দেখা গিয়েছিল লকেট চট্টোপাধ্যায়কে। দুষ্কৃতীরা তৃনমূলকে ফান্ডিং করে বলেও অভিযোগ করেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.