পদ্মফুলে ছাপ দেওয়ায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল
তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজয়মিছিল থেকে দলীয় সমর্থকদের বাড়িতে ঢুকে গালিগালাজ করেন বিজেপির কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন : বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে।
দুর্গাপুরের ৭ নম্বর ওয়ার্ডের জে সি বোস রোড বস্তি এলাকায় বিজেপি সমর্থকদের উপর হামলা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, পদ্মফুলে ভোট দেওয়ার অপরাধেই এই হামলা চালানো হয়। দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, নিমতায় তৃণমূলনেতা খুনে ৫জনের নামে FIR, পরিবারকে 'হুমকি' বিজেপির
হামলার জেরে আহত হয়েছেন ২ মহিলা সহ ৪ জন। আরও অভিযোগ, স্থানীয় একটি ক্লাবেও ভাঙচুর চালানো হয়। যদিও তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজয়মিছিল থেকে দলীয় সমর্থকদের বাড়িতে ঢুকে গালিগালাজ করেন বিজেপির কর্মীরা। প্রতিবাদ করতেই হামলা চালায় বিজেপি। হামলার জেরে ৩ তৃণমূল সমর্থক আহত হয়েছেন।