ক'টা আসনে বিজেপি - তৃণমূলের সেটিং হয়েছে? বলে দিলেন বিমান বোস

নাম না করে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকেও এদিন আক্রমণ করেন বিমান বসু। তিনি বলেন, 'হঠাত্ বাঁকুড়া থেকে বায়ু পরিবর্তন করিবার লক্ষ্যে আসানসোলে আসিলেন কেন?' 

Updated By: Mar 31, 2019, 10:12 PM IST
ক'টা আসনে বিজেপি - তৃণমূলের সেটিং হয়েছে? বলে দিলেন বিমান বোস

নিজস্ব প্রতিবেদন: ফের একবার পশ্চিমবঙ্গে তৃণমূল - বিজেপি সমঝোতার অভিযোগ তুলে সরব হলেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। রবিবার আসানসোলে বাম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকেও বিঁধলেন প্রবীণ এই রাজনীতিক। 

 

এদিন বিমান বসু বলেন, 'পশ্চিমবঙ্গে তৃণমূল - বিজেপি সমঝোতা হয়েছে। ৮টি আসনে তৃণমূল বিজেপিকে ওয়াকওভার দেবে বলে ঠিক হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণার আগে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এমন সমঝোতা করেছেন।' তবে কোন কোন আসনে সমঝোতা হয়েছে তা অবশ্য বলতে পারেননি বিমান বসু। 

নাম না করে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকেও এদিন আক্রমণ করেন বিমান বসু। তিনি বলেন, 'হঠাত্ বাঁকুড়া থেকে বায়ু পরিবর্তন করিবার লক্ষ্যে আসানসোলে আসিলেন কেন?' 

কোচবিহারে বিজেপির ছোড়া ইঁটে মাথা ফাটল তৃণমূল নেতার

বলে রাখি, রাজ্য বিজেপির উত্থানের শুরু থেকেই তৃণমূলের সঙ্গে তাদের আঁতাঁতের অভিযোগ করে আসছে বামেরা। বামেদের অভিযোগ, সিপিএমকে রুখতে য

.