কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখি

রেডার চিত্র অনুসারে, পশ্চিমের জেলাগুলিতে সন্ধের মধ্যেই আঘাত হানবে কালবৈশাখি। বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি চলতে পারে ১ - ১.৩০ ঘণ্টা। 

Updated By: Mar 14, 2019, 05:18 PM IST
কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখি

নিজস্ব প্রতিবেদন: গরম পড়তে না-পড়তেই ফের একবার স্বস্তির খবর। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যাবে কালবৈশাখি। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি। সাম্প্রতিক রেডার ছবিতে তাই দেখা যাচ্ছে।

 

রেডার চিত্র অনুসারে, পশ্চিমের জেলাগুলিতে সন্ধের মধ্যেই আঘাত হানবে কালবৈশাখি। বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি চলতে পারে ১ - ১.৩০ ঘণ্টা। 

অর্জুনের হাত ধরে বিজেপিতে ২২ কাউন্সিলর? প্রশ্নের মুখে ভাটপাড়ায় তৃণমূল পুরবোর্ডের ভবিষ্যত

রাতে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, নদিয়া কলকাতাতেও। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে আসানসোলে।

আবহবিদরা বলছেন, দখিনা হাওয়া সক্রিয় হতেই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ঢুকে পড়েছে প্রচুর জলীয় বাস্প। তার সঙ্গে সংঘাত হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়ার। তার জেরেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। 

.