Uttar Dinajpur: ঘরে ফাঁস লাগিয়ে ঝুলছে স্বামী-স্ত্রী-সন্তান, পুলিস তুলে নিয়ে গেল বাড়ির বৃদ্ধকে
Uttar Dinajpur: কী কারণে পরিবারের তিন জনের এমন মৃ্ত্যু তা বুঝে উঠতে পারছেন না পাশের বাড়ির লোকজনরাও
ভবানন্দ সিংহ: আতঙ্কিত প্রতিবেশীরা। পাশের ঘরেই মিলল ৩ জনের ঝুলন্ত দেহ। কী কারণে পরিবারের তিন জনের এমন মৃ্ত্যু তা বুঝে উঠতে পারছেন না পাশের বাড়ির লোকজনরাও। রবিবার সন্ধেয় উত্তর দিনাজপুরের হেমতাবাদের চৈনগর পঞ্চায়েতের কেশবপুর এলাকায় একই ঘর থেকে উদ্ধার হল ৩টি মৃতদেহ।
আরও পড়ুন-কাজল শেখের সঙ্গে 'চায়ে পে চর্চা', কেষ্টর সঙ্গে ঠান্ডা লড়াইয়ে পদ হারালেন তৃণমূল নেতা!
রবিবার সন্ধের প্রতিবেশীরা গিয়ে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে স্বামী, স্ত্রী ও তাদের ৭ বছরের সন্তান। পুলিস সূত্রে খবর, মৃতরা হলেন, কুতুবউদ্দিন আলি(৩৫), পারভীন খাতুন(৩০) ও তাদের সন্তান মাহি নিহার(৭)। প্রতিবেশীরাই তাদের ফাঁস থেকে নামান। তারপর খবর দেওয়া হয় থানায়। হেমতাবাদ থানার পুলিস তিনটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
কুতুবউদ্দিন একটি অনলাইন দোকানে কাজ করার পাশাপাশি কৃষি কাজও করত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তার পরিবারে কেন এমন হল তা কেউই বুঝে উঠতে পারছেন না। পরিবারে বেঁচে রয়েছেন একমাত্র কুতুবউদ্দিনের বাবা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।
স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য মহম্মদ মুস্তাফা বলেন, বিকেল পাঁচটা নাগাদ শুনলাম এই পরিবারের তিন জনই ফাঁস লাগিয়ে মারা গিয়েছে। এসে দেখলাম ফাঁস লাগানো অবস্থায় তিনজন ঝুলছে। তাদের নীচে নামানো হয়। মনে হচ্ছে কোনও পারিবারিক ঘটনা থেকেই এই ঘটনা ঘটেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)