রাজ্যের ২০ শতাংশ পঞ্চায়েতের উন্নয়ন পিছিয়ে, অভিনব পদক্ষেপ নিল সরকার

পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে পঞায়েতের কাজে সামনের সারিতে পশ্চিমবঙ্গ। অথচ এই রাজ্যেই ২০শতাংশ গ্ৰাম পঞ্চায়েতের অনুন্নয়ন ভাবাচ্ছে রাজ্য সরকারকে।

Reported By: সুতপা সেন | Edited By: সুতপা সেন | Updated By: Sep 5, 2020, 09:11 AM IST
রাজ্যের ২০ শতাংশ পঞ্চায়েতের উন্নয়ন পিছিয়ে, অভিনব পদক্ষেপ নিল সরকার
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন:  রাজ্যের ২০ শতাংশ গ্ৰাম পঞ্চায়েতের উন্নয়ন পিছিয়ে। সেক্ষেত্রে মেন্টর নিয়োগ করল রাজ্য সরকার।

পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে পঞায়েতের কাজে সামনের সারিতে পশ্চিমবঙ্গ। অথচ এই রাজ্যেই ২০শতাংশ গ্ৰাম পঞ্চায়েতের অনুন্নয়ন ভাবাচ্ছে রাজ্য সরকারকে। পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েতগুলোতে উন্নয়নের কাজ ২ মাসের মধ্যে শেষ করতে বিশেষ উদ্যোগ নিল সরকার।

 নভেম্বর মাসকে লক্ষ্যমাত্রা ধরে ওই পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন...

১. উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েত পিছু মেন্টর নিয়োগ করা হয়েছে। যিনি নির্দিষ্ট পঞ্চায়েতে কাজের পরিকল্পনা করবেন।

 ২. রাজ্যে টোটাল গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩২২৯। তার মধ্যে ২০ শতাংশ মানে ৬৪৬ টি  পঞ্চায়েত ভয়ঙ্করভাবে পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন: মদন মিত্রের ওপর স্টিং অপারেশন, ধৃত প্রেসিডেন্সির পড়ুয়া-সহ ৩

৩. এর মধ্যে ১০০ গ্রাম পঞ্চায়েতে পানীয় জল,  নিকাশি ব্যবস্থা, রাস্তা-সহ গুরুত্বপূর্ণ কাজগুলোতে বিশেষ জোর দেওয়া হয়েছে।

.