মেয়ের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে

Updated By: Sep 8, 2017, 10:07 AM IST
মেয়ের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: পারিবারিক বিবাদের জের । আর সেই পারিবারির বিবাদের জেরে মেয়ের বাবাকেই পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বেলতলা গ্রামে ।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মৃতের নাম মইনাল শেখ । তিনি সামসেরগঞ্জের বাসিন্দা। গতকাল সকালে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। অভিযোগ ওঠে, জমি জায়গা নিয়ে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বচসা শুরু হয়। মাঝে পড়ে যান মইনাল শেখ । বচসা থেকে হাতাহাতি পর্যন্ত হয়। এরপরই তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।

.