কোচবিহারে বিজেপির বিক্ষোভ চরমে, ঘোষিত প্রার্থীর পাল্টা প্রার্থী দেবে জেলা নেতৃত্ব

কেন তৃণমূলের 'ছাঁটাই' নেতাকে বিজেপির প্রার্থী করা হল, তা নিয়ে দলীয় কার্যালয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী সমর্থকরা।

Updated By: Mar 22, 2019, 09:57 AM IST
কোচবিহারে বিজেপির বিক্ষোভ চরমে, ঘোষিত প্রার্থীর পাল্টা প্রার্থী দেবে জেলা নেতৃত্ব
ডান দিকে- দীপক বর্মন

নিজস্ব প্রতিবেদন: নিশীথ প্রামাণিককে প্রার্থী করে নিশ্চিত জয়ী আসন হাতছাড়া করবেন না তাঁরা।  তাঁর বদলে কোচবিহারের প্রার্থী পদে জেলা সম্পাদক দীপক বর্মনের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিল জেলা কমিটি ।

 

দলীয় কার্যালয়ে বিজেপির কর্মীদের ব্যাপক ভাঙচুরের পর বৃহস্পতিবার মধ্যরাতে বৈঠকে বসে জেলা বিজেপি নেতৃত্ব।  জেলার সভানেত্রী , সহ সভাপতি , জেলা সম্পাদক ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় কমিটির সদস্যরাও। বৈঠকে প্রার্থী পদের জন্য দীপক বর্মনের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলার সভানেত্রী মালতি রাভা। শুক্রবারই প্রার্থী পদের জন্য মনোনয়নপত্র তুলবেন দীপক বর্মন। বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের জানানো হবে বলেও জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন: তৃণমূলের ছাঁটাই নেতা বিজেপির প্রার্থী! প্রতিবাদে দলীয় অফিসে ভাঙচুর, গণ ইস্তফার হুঁশিয়ারি

কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিককে নিয়ে বিজেপির দলীয় কোন্দল অব্যাহত। 

 কেন তৃণমূলের 'ছাঁটাই' নেতাকে বিজেপির প্রার্থী করা হল, তা নিয়ে দলীয় কার্যালয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী সমর্থকরা। গণ ইস্তফার হুমকি দেন জেলা নেতাদের।   নিশীথকে মানছে না দলের নেতাদের একাংশ। এরপরই বৈঠক বসে। দীপক বর্মনের পাল্টা মনোনয়ন পেশের সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভের খবর পেয়েছেন নিশীথবাবুও। তিনি এখন দিল্লিতে। তাঁর আজ, শুক্রবার কোচবিহারে পৌঁছনোর কথা।
নিশীথ প্রামাণিক যুব তৃণমূলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গত বছরের ৭ ডিসেম্বর তাঁকে বহিষ্কার করে তৃণমূল। তাঁর বিরুদ্ধে তখন তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল। 

 

.