দিনে মেকানিক, রাতে কিলার; ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্ধকার জগতের পর্দাফাঁস

Updated By: Aug 25, 2017, 09:21 PM IST
দিনে মেকানিক, রাতে কিলার; ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্ধকার জগতের পর্দাফাঁস

ওয়েব ডেস্ক : দিনে মেকানিক। রাতে কিলার। জগদ্দল থানার তত্‍পরতায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্ধকার জগতের ছবিটা ফের সামনে চলে এল। সুরেশ-সানি-সুনীল নামে তিন সুপারি কিলারকে গ্রেফতার করেছে পুলিস। এক ব্যবসায়ীকে খুনের জন্য ৫০ হাজার টাকা নেয় তারা। গ্যারেজে কাজের আড়ালেই চলত খুন-খারাপি। দিনের বেলায় গ্যারেজে কাজ। রাতে পাল্টে যায় পেশা। তখন তারা সুপারি কিলার।

রাজা দত্ত নামে এক নিখোঁজ গাড়ি ব্যবসায়ীর খোঁজ করতে গিয়ে তিন সুপারি কিলারের খোঁজ পায় পুলিস। কাউকে খুনের বরাত পেলে তার ছবি নিয়ে আগে এলাকা ভাল করে দেখে নেওয়া। তারপর ওই ব্যক্তির গতিবিধির ওপর নজর রেখে গুলি করে খুন। এভাবেই কাজ সারত তিন জন।

বারাকপুর শিল্পাঞ্চলে সুপারি কিলারদের রমরমা নতুন নয়। এদের হাতে অনেক ব্যবসায়ী খুন হয়েছেন। অনেকে ভাগ্যের জোরে বেঁচে গেছেন। এমনটাই বলছেন শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা। কাঁকিনাড়ার বাসিন্দা বলাই দেবনাথ পুলিসের তত্‍পরতায় সুপারি কিলারদের হাত থেকে বেঁচে যান।

সুরেশ-সানি-সুনীলের কাছ থেকে দুটি পাইপগান, তিনটি কার্তুজ আর ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন, ব্লু হোয়েল নিয়ে অন্তর্তদন্তে ভার্চুয়াল ইকোনমির 'অন্ধকার তথ্য' ফাঁস!

.