স্বাস্থ্যবিধিকে থোরাই কেয়ার! অনুমতি ছাড়া ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের মঞ্চ বাঁধতে গিয়ে বিপাকে বিজেপি
শুক্রবার সারা রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। পূর্ব ঘোষণা মতো মেদিনীপুর শহরের এলআইসি-এর চকে জোর কদমে চলছিল মঞ্চ বাঁধার কাজও। তবে হঠাত্ বিপত্তি।
নিজস্ব প্রতিবেদন: পুলিসের অনুমতি ছাড়াই মঞ্চ তৈরি করে গণতন্ত্র বাঁচাও অবস্থানের প্রস্তুতি বিজেপির। শেষমেশ পুলিসের কড়া বার্তায় সরাতে হল মঞ্চ।
শুক্রবার সারা রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। পূর্ব ঘোষণা মতো মেদিনীপুর শহরের এলআইসি-এর চকে জোর কদমে চলছিল মঞ্চ বাঁধার কাজও। তবে হঠাত্ বিপত্তি। অনুমতি না থাকায় মঞ্চ সরাতে নির্দেশ দেয় মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিস।
পুলিসের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান জেলা বিজেপির সভাপতি শমিত কুমার দাস। মঞ্চ সরিয়ে নেন তাঁরা। বিজেপি অবশ্য ঘটনার পিছনে দায়ী করেছে শাসক শিবিরকেই। জেলা বিজেপির সভাপতি শমিত কুমার দাসের অভিযোগ, কোনও তৃণমূল নেতার অঙ্গুলিহেলনেই শেষ মুহূর্তে হেনস্থা করছে পুলিস।
পুলিসের কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলেও অনুমতি ইচ্ছে করে দেওয়া হয়নি বলেও অভিযোগ জেলা বিজেপি সভাপতির। বিজেপিকে পাল্টা নিশানা করেছে তৃণমূলও। জেলা তৃণমূল সভাপতির অভিযোগ, করোনা পরিস্থিতিতেও কোনও নিয়মের তোয়াক্কা না করেই বিজেপি মঞ্চ করে বিপাকে পড়েছে।