'মহিলাদের সম্মান দিতে জানে না BJP', মহিলা ভোটে চোখ অভিষেকের

শনিবার উত্তরবঙ্গে নাগরাকাটায় সভা করেন অভিষেক। সেখানেই বিজেপি বিরোধিতায় কোমর বাঁধেন তিনি। কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই এ দিন সভামঞ্চ থেকে অভিষেকের ঘোষণা, 'নির্বাচনের আগে জয় সিয়া রাম বলাবই।' 

Updated By: Feb 20, 2021, 04:42 PM IST
'মহিলাদের সম্মান দিতে জানে না BJP', মহিলা ভোটে চোখ অভিষেকের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের আগে তৃণমূলের চোখ মহিলা ভোটের দিকে। মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি। নাগরাকাটায় মহিলা আবেগ উস্কে দিয়ে এমনই মন্তব্য তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার উত্তরবঙ্গে নাগরাকাটায় সভা করেন অভিষেক। সেখানেই বিজেপির বিরোধিতায় কোমর বাঁধেন তিনি। কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই এ দিন সভামঞ্চ থেকে অভিষেকের ঘোষণা, 'নির্বাচনের আগে জয় সিয়া রাম বলাবই।' 

আরও পড়ুন:  লক্ষ লক্ষ টাকার কোকেন-সহ গ্রেফতার BJP যুব নেত্রী, কে এই পামেলা গোস্বামী?

তৃণমূলের দাবি, বিজেপি মহিলাদের বরাবরই অবহেলার চোখে দেখে, এমনকি জয় শ্রী রাম বলার সময়েও সীতার কথা উল্লেখ করে না বিজেপি। এবার সেই আবেগকে টেনেই ভোটবাক্সে জয় পেতে চায় ঘাসফুল। এ দিন সভা মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আগে সোনার উত্তরপ্রদেশ-গুজরাট গড়ে দেখাও। তারপর পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাবে। পাশাপাশি আয়ুষ্মান ভারতের নামে সাধারণ মানুষকে ভাঁওতা দেওয়ার অভিযোগ তুললেন অভিষেক। 

এ দিন তৃণমূলের নতুন স্লোগান প্রসঙ্গেও গলা চড়িয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। নাগরাকাটায় একটি পোস্টার উদ্বোধনও করেন তিনি। বলেন, 'পাহাড় থেকে সাগরের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়।' পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। সেখানে তিনি আর 'দিদি' নন, বাংলার মেয়ে। দোরগোড়ায় ভোট, তাই তার আগেই দলনেত্রীর এই রি-ব্র্যান্ডিং! তেমনটাই মনে করছে রাজনৈতির মহল। আসন্ন বিধানসভা নির্বাচনে অব্যাহত পোস্টার যুদ্ধ। একুশের নির্বাচনের আগে উত্তপ্ত রাজ্য-রাজনীতির ময়দান। কোনও দলই অপর দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এবার ফের নতুন স্লোগানে সুর বাঁধল ঘাসফুল শিবির। 'বাংলা নিজের মেয়েকেই চায়' এই নয়া স্লোগানেই ফের পোস্টার তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান সমূহের মধ্যে একটি। আজই জায়গায় জায়গায় সেই পোস্টারের উদ্বোধন করে তৃণমূল। এ ক্ষেত্রেও বাংলা ও বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে স্লোগান তৈরি করেছে শাসক দল।  শনিবার এই ধরনের বিভিন্ন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দলের তরফে। 

.