লক্ষ্য এলাকা দখল, দিনেদুপুরে মুড়িমুড়কির মতো পড়ল বোমা
দিনহাটার বাত্রিগাছ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই যুব তৃণমূল ও আদি তৃণমূলের মধ্যে বচসা ছিল বলে অভিযোগ। সেই পুরনো ইস্যুতেই বুধবার ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
নিজস্ব প্রতিবেদন: এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। প্রকাশ্য দিবালোকে মুর্হুমুহু বোমাবাজি, অস্ত্র হাতে এলাকায় উন্মত্ত দাপাদাপি দুষ্কৃতীদের। ঘটনাকে ঘিরে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা।
দিনহাটার বাত্রিগাছ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই যুব তৃণমূল ও আদি তৃণমূলের মধ্যে বচসা ছিল বলে অভিযোগ। সেই পুরনো ইস্যুতেই বুধবার ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আচমকাই এলাকায় শুরু হয় বোমাবাজি। অভিযোগ, তৃণমূল নেতাদের উপস্থিতিতেই মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা। বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর চলে বলেও অভিযোগ।
দিনেদুপুরে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই এলাকা ছেড়ে চম্পট দেন। দোকানপাট বন্ধ হয়ে যায়, কার্যত শুনশান হয়ে পড়ে এলাকা। বেশ কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় চলতে থাকে বোমাবাজি। ঘটনাস্থলে পুলিস।