স্কুল পালিয়েই ‘জিগরি দোস্ত’এর সঙ্গে গঙ্গা ভ্রমণ, মাথায় হাত অভিভাবকদের

স্কুল ছুটির পরেও বাড়ি ফিরছিল না দুই মূর্তিমান

Updated By: Jun 15, 2018, 04:40 PM IST
স্কুল পালিয়েই ‘জিগরি দোস্ত’এর সঙ্গে গঙ্গা ভ্রমণ, মাথায় হাত অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদন: স্কুল মোটেই ভাল লাগে না। তার থেকে ভাল গঙ্গার হাওয়া। অতএব, স্কুল পালিয়ে সোজা বেলুড়। অগত্যা পুলিস গিয়ে বাড়ি ফেরালো নবদ্বীপের দুই ছাত্রকে।

আরও পড়ুন: জলে একে অপরের হাত ধরে ভাসছে দুটি শিশু, প্রতিবেশীরা তা দেখে যা করলেন

কিছুতেই মন বসে না স্কুলে। তাই স্কুলে না গিয়ে ট্রেনে চেপে বেলুড়। সেখানেই গঙ্গার হাওয়া খাচ্ছিল দু জন। নবদ্বীপের বাসিন্দা, দু  ছাত্রই ক্লাস এইটের। জিগরি দোস্ত। আর সেই দুই দোস্তই স্কুল ফেরার।

বৃহস্পতিবার স্কুল ছুটির পরেও বাড়ি ফিরছিল না দুই মূর্তিমান। টেনশনে নবদ্বীপ থানার দ্বারস্থ হয় পরিবার।  পুলিস দেরি করেনি। শুরু করে দিয়েছিল খোঁজ। বৃহস্পতিবার রাতেই বেলুড় থেকে উদ্ধার করা হয় দুই বন্ধুকে। পালিয়েছিলে কেন? প্রশ্নের উত্তর, ভাল্লাগে না!

আরও পড়ুন: চিংড়িহাটায় ওলা ক্যাবের ভিতর উঁকি দিতেই চমকে উঠল পুলিস!

অভিভাবকরা পড়েছেন মহা দুর্ভাবনায়। একটু আধটু স্কুল পালানোর দুষ্টুমি তবু না হয় মানা গেল। কিন্তু নবদ্বীপের গঙ্গা ছেড়ে এভাবে সটান বেলুড়ের গঙ্গায়? সে ভারী উত্পাতের। 

.