ইছামতিতে ভয়াবহ ভাঙন, নদীর গ্রাসে বহু ঘরবাড়ি
নদীর গ্রাসে তলিয়ে যেতে বসেছে বহু ঘরবাড়ি, রাস্তা, দোকান। নিজেদের বসতবাড়ি হারানোর আশঙ্কায় বসিরহাট এক নম্বর ব্লকের আখাড়পুর গ্রামের বাসিন্দারা।
নিজস্ব প্রতিবেদন: শীতের দাপটে কাঁপছে বঙ্গ, তারই মাঝে ইছামতিতে ভয়াবহ ভাঙন। নদীর গ্রাসে তলিয়ে যেতে বসেছে বহু ঘরবাড়ি, রাস্তা, দোকান। নিজেদের বসতবাড়ি হারানোর আশঙ্কায় বসিরহাট এক নম্বর ব্লকের আখাড়পুর গ্রামের বাসিন্দারা।
ইতিমধ্যেই ৬ বাড়ি তলিয়ে গিয়েছে ইছামতীর ভাঙনে। প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই আতঙ্কে ভিটে ছেড়েছেন অনেকেই। বাসিন্দাদের বক্তব্য, দ্রুত কংক্রিটের বাঁধ তৈরি না করলে আরও বহু ঘরবাড়ি তলিয়ে যাবে ইছামতীতে। কারণ, নদীর পার ভেঙে ক্রমেই পূর্ব দিকে এগিয়ে আসছে ইছামতী। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। এখনও বিপদ সীমায় রয়েছেন অনেকেই। প্রশাসন কী পদক্ষেপ করে এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা কেওয়াইসিতে গ্রাহকদের ধর্মের উল্লেখ করতে হবে না, জানাল অর্থমন্ত্রক