সপ্তাহের শেষে ফের জাঁকিয়ে পড়বে শীত
হঠাত্ উধাও হয়ে যাওয়ার পর ফের ঠান্ডার আমেজ ফিরেছে রাজ্যে। শুক্রবারের পর আরও বদলে যেতে পারে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনি ও রবিবার আরও জমিয়ে পড়বে শীত। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হতে পারে বৃষ্টি।
নিজস্ব প্রতিবেদন: হঠাত্ উধাও হয়ে যাওয়ার পর ফের ঠান্ডার আমেজ ফিরেছে রাজ্যে। শুক্রবারের পর আরও বদলে যেতে পারে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনি ও রবিবার আরও জমিয়ে পড়বে শীত। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হতে পারে বৃষ্টি।
আরও পড়ুন-রাজ্যসভার সাংসদ হওয়ার আবদার, বিজেপি ও শোভনের মাঝে বাধা 'থার্ড পার্সন'
কাল পরশু বৃষ্টি দার্জিলিং কালিম্পং এ। শুক্রবার এর পর আবহাওয়ার পরিবর্তন। আরো নামবে রাতের তাপমাত্রা। শনি রবিবার জমিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে তুষারপাত হচ্ছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায়। সেখান থেকে ঠান্ডা হাওয়া এসে তাপমাত্রা কমাবে আমাদের রাজ্যেও।
কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা দেখা দিলেও আকাশ ছিল সাফ। দিন ও রাতের তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। আজ আরও একটু কমলো সর্বনিম্ন তাপমাত্রা।
আরও পড়ুন-ভিডিয়ো: উরিব্বাস কত উঁচু! অগত্যা সিঁড়ি দিয়েই তিস্তা বাঁধে উপরে উঠল দাঁতাল
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি নীচে । গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।