WB weather Update: এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা, এসপ্তাহেই বৃষ্টিতে ভিজবে এইসব জেলা

WB weather Update: আজ থেকেই হওয়া বদল। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। পরিস্কার মেঘ মুক্ত ঝলমলে আকাশ। দিনের তাপমাত্রা এই মুহূর্তে তেমন উল্লেখ্যযোগ্য পতনের সম্ভবনা কম  

Updated By: Nov 13, 2024, 08:09 AM IST
WB weather Update: এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা, এসপ্তাহেই বৃষ্টিতে ভিজবে এইসব জেলা

অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে আজ থেকে হওয়া বদল। পরশু শুক্রবার ১৫ নভেম্বর থেকে কমবে তাপমাত্রা। ১৯ নভেম্বরের মধ্যে তাপমাত্রা কোথাও ৩ কোথাও বা ৪ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি। উত্তরের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। গোটা রাজ্যে উইকএন্ডে হালকা শীতের আমেজ রাতে এবং ভোরে। ঝাড়খণ্ড বিহার লাগোয়া রাজ্যের জেলাগুলোতে ভোরের দিকে আঞ্চলিক ভাবে কুয়াশার দাপট থাকার পূর্বাভাস।

আরও পড়ুন-সুপ্রিমো মমতাকে বিস্ফোরক 'রিপোর্ট' অভিষেকের, গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া ৩ কেন্দ্র!

সিস্টেম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম দিকে অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। এর অভিমুখ শ্রীলংকা ও তামিলনাডু উপকূল। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরী হবে বাংলা ও ওড়িশায়।

দক্ষিণবঙ্গে

আজ থেকেই হওয়া বদল। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। পরিস্কার মেঘ মুক্ত ঝলমলে আকাশ। পরশু শুক্রবার ১৫ নভেম্বর থেকে ধাপে ধাপে সামান্য করে হ্রাস পাবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা এই মুহূর্তে তেমন উল্লেখ্যযোগ্য পতনের সম্ভবনা কম। অতএব রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ। দিনে কিছুটা অস্বস্তি। সপ্তাহের শেষে রাতে ও ভোরে হালকা হিমের পরশ। এই মুহুর্তের তাপমাত্রার থেকে রবিবারের মধ্যে রাতের তাপমাত্রা কোথাও ৩ কোথাও বা ৪ ডিগ্রি পর্যন্ত নামার ইঙ্গিত। বিহার ঝাড়খণ্ড লাগোয়া কোনো কোনো জেলায় সকালের দিকে হালকা কুয়াশা। উত্তুরে হাওয়া অবাধে বইবার পরিস্থিতি অনুকূল। নভেম্বরের ১৫ তারিখ থেকে পারদ পতন। পশ্চিমের জেলায় পারদ পতনের সূচক একটু বেশি। শীতের আমেজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে।

উত্তরবঙ্গ

দার্জিলিংয়ে হালকা বৃষ্টি  চলবে। কালিম্পং এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং মেঘমুক্ত পরিস্কার আবহাওয়া। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।

কলকাতা

মূলত পরিষ্কার আকাশ। আজ থেকে হওয়া বদল।  পরশু থেকে তাপমাত্রার পতন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নামতে পারে। সপ্তাহের শেষে ১৯ এর নিচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রায় এই মুহূর্তে উল্লেখ্যযোগ্য কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ২২.৮ ডিগ্রি থেকে কমে ২১.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি থেকে সামান্য কমে ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ।

ভিন রাজ্যে

আজও ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়লসীমাতেও ভারী বৃষ্টি।
ঘন কুয়াশার দাপট পঞ্জাব রাজস্থান ও হিমাচল প্রদেশে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.