ফুটবল মাঠে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের
মাঠেই লুটিয়ে পড়ে অজয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদন : খেলার মাঠেই বেঘোরে মৃত্যু। ল্যাম্পপোস্টে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার উদাসীনতাতেই ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মধ্যমগ্রামের বিবেকানন্দ সংঘের খেলার মাঠ। রবিবার বিকেলে মাঠে ফুটবল খেলার পর লোহার বারপোস্টগুলোকে ল্যাম্পপোস্টের সঙ্গে বাঁধতে গিয়েছিল বছর সতেরোর অজয়। আর তখনই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। ল্যাম্পপোস্টে আর্থিং না থাকায়, লোহার বারপোস্ট ল্যাম্পপোস্টে ছুঁতেই জোরালো ইলেকট্রিক শক লাগে অজয়ের। মাঠেই লুটিয়ে পড়ে অজয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন, দেড় বছরের সন্তানকে গলা টিপে খুন মায়ের, দেহ কোলে থানায় এসে আত্মসমর্পণ
ক্লাব কর্তৃপক্ষের দাবি, পুরসভার উদাসীনতাতেই ঘটেছে এই দুর্ঘটনা। যদিও, মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ মিত্র অবশ্য জানিয়েছেন, তিনি এবিষয়ে কিছু জানতেন না। প্রশ্ন উঠছে, পুরসভার উদাসীনতাতেই কি মৃত্যু? কেন আর্থিং করা হয়নি ল্যাম্পপোস্টে? অভিযোগ জানানোর পরেও কেন এই নিষ্ক্রিয়তা? কার দোষ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, শনিবারই তড়িদাহত হয়ে একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে শহর কলকাতায়। বিয়ের জন্য শপিং করতে হবু বরের সঙ্গে বেরিয়েছিলেন এক তরুণী। শপিং সেরে রাতে খেয়েদেয়ে ফেরার কথা ছিল। পরিকল্পনা মতো কেনাকাটার পর ময়দানে গিয়ে বসেছিলেন তাঁরা। এমন সময়ই বৃষ্টি শুরু হয়।
আরও পড়ুন, স্কুলের ছাদেই চলত কেয়ারটেকারের 'যৌন লীলা', একেক দিন একেক ছাত্র
বৃষ্টির থেকে মাথা বাঁচাতে এক গাছের তলায় আশ্রয় নেয় তাঁরা। কোনওমতে একটাই ছাতার তলায় মাথা গোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিল মণীষা ও অজয়। এমন সময়ই জোরে জোরে বাজ পড়তে শুরু করে। শেষে বজ্রাঘাতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবক অজয়ের। বর্তমানে এসএসকেএম-এর আইসিসিইউতে চিকিত্সাধীন মণীষা।
আরও পড়ুন, বিয়ের আগে মর্মান্তিক পরিণতি, ময়দানে বজ্রপাত কেড়ে নিল প্রেমিকের জীবন, আহত প্রেমিকা
শনিবারের ওই ঘটনার পরই ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ যাওয়ার ঘটনা ঘটল মধ্যমগ্রামে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার তরতাজা ছেলেটার এভাবে অকালে চলে যাওয়া কেউ-ই মেনে নিতে পারছে না।