Murshidabad: বিস্ফোরণে মৃত্যু কিশোরের, কালীপুজোয় এসে মর্মান্তিক পরিণতি...
হঠাতই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভর দুপুরে প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমা মাইতি: বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের। আহত আরও দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুরে। এদিন শক্তিপুরের বিদুপাড়ায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক কিশোরের। জখম হয়েছে ওই কিশোরের মা ও তার এক বন্ধু। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে বিদুপাড়ার বাসিন্দা ওই কিশোরের পরিবার গুরগাঁওয়ে থাকত। বাড়িতে কালী পুজো থাকায় তাঁরা গ্রামের বাড়ি বিদুগ্রামে এসেছিল। বুধবার দুপুরে হঠাতই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভর দুপুরে কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন তিনজন। আহতদের মধ্যে ২ জন কিশোর। আহত ওই কিশোরদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আহত এক কিশোরের মৃত্যু হয়। ওদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃতের মা। চিকিৎসাধীন রয়েছে বিস্ফোরণে নিহত কিশোরের বন্ধুও। এখন কী থেকে বিস্ফোরণের ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত কদিন আগেই রাস্তার পাশে পড়ে থাকা বোমাকে বল ভেবে ছুঁড়তেই বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর। সেটাও ঘটে মুর্শিদাবাদে। মৃতের নাম মুকলেসুর রহমান। মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিল ওই শিশু। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পাঠরত ছিল সে। টিফিন পিরিয়ড শেষে দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই শিশু। সেইসময় রাস্তার পাশে পড়ে থাকা বোমাকে বল ভেবে কুড়িয়ে নেয় মুকলেসুর। এরপর দেওয়ালে সেটি ছুঁড়ে মারতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হয় ওই স্কুলপড়ুয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগেও মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে শিশু জখম হওয়ার ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের ফরাক্কাতেই বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল ৩ শিশু। ফরাক্কার হাউসনগর এলাকায় একটি আইসিডিএস সেন্টার থেকে খাবার আনতে যাচ্ছিল ওই শিশুরা। সেইসময় বল ভেবে হাতে তুলে নেয় রাস্তায় পড়ে থাকা বোমা। সেই বোমা ছুঁড়তেই ঘটে বিস্ফোরণ।
আরও পড়ুন, Solar Panel: এশিয়ায় প্রথম, ৪ কোটি ব্যয়ে ডুয়ার্সের বৃহত্তম চা-বাগানে বসল সোলার প্যানেল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)