কিশোরীর সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্ক! 'ত্রিকোণ' প্রেমের পরিণতিতেই কি খুন নরেন্দ্রপুরের কিশোর?

এক কিশোরীর সঙ্গে 'ঘনিষ্ঠ সম্পর্ক' ছিল বাবুর।

Updated By: Mar 11, 2020, 09:49 AM IST
কিশোরীর সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্ক! 'ত্রিকোণ' প্রেমের পরিণতিতেই কি খুন নরেন্দ্রপুরের কিশোর?

নিজস্ব প্রতিবেদন : হোলির রাতে নরেন্দ্রপুরে এক কিশোরকে কুপিয়ে খুন করল আততায়ীরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন আরও এক কিশোর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ক্ষুদিরাবাদ অঞ্চলে।

জানা গিয়েছে, নিহত যুবকের নাম বাবু হালদার। বয়স ১৯ বছর। তিনি গোপাল নগরের বাসিন্দা। অন্যদিকে, আহত যুবকের নাম টিটু মজুমদার। তারও বয়স ১৯ বছর। বর্তমানে সে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের কাছ জানা যাচ্ছে, এক কিশোরীর সঙ্গে 'ঘনিষ্ঠ সম্পর্ক' ছিল বাবুর।

আরও পড়ুন, গৃহবধূর সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্ক, দেড় মাস পর জঙ্গলে মিলল যুবকের প্যাকেট বন্দি দেহ

আরও পড়ুন, দোলের রাতে মদ্যপানকে কেন্দ্র করে বচসা; বড়তলায় খুন যুবক, ধৃত ১

খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস। কিন্তু কে বা কারা কেন খুন করল বাবু হালদারকে? কেন তার উপর হামলা চালাল? তা নিয়ে ধন্দে পুলিস। খুনের পিছনে প্রেমঘটিত কোনও কারণ রয়েছে কি না? ত্রিকোণ সম্পর্কের জেরেই কি খুন বাবু হালদার? তদন্তে নেমে সবদিকই খতিয়ে দেখছে পুলিস। রাতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে খুনির সন্ধান চালাচ্ছে পুলিস।

.