বাড়িতে তালাবন্দি করে রেখে নাবালিকা পরিচারিকাকে অত্যাচার শিক্ষিকার
বাড়ির সঙ্গে নাবালিকার যোগাযোগ বন্ধ করে দিয়ে শুরু হয় অত্যাচার।
নিজস্ব প্রতিবেদন : নাবালিকা পরিচারিকাকে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। অত্যাচার সহ্য করতে না পেরে গতকাল সন্ধেয় বাড়ির পাচিল টপকে পালাতে যায় ওই নাবালিকা। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় থানার হাতে তুলে দেয় তাকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার প্রতাপবাগান এলাকায়।
আরও পড়ুন, "স্ত্রী যুবতী সুন্দরী", স্বামী শেষমেশ এটাই করল...চরম পরিণতি!
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার কেন্দুয়াডিহি এলাকা থেকে এক নাবালিকাকে বাঁকুড়া শহরের প্রতাপবাগান এলাকায় ভাড়া বাড়িতে কাজের জন্য নিয়ে আসেন শিক্ষিকা সোমা রায়। প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির সঙ্গে নাবালিকার যোগাযোগ বন্ধ করে দিয়ে শুরু হয় অত্যাচার। যাতে পালাতে না পারে তাই তালাবন্দি করেও রাখা হত বলে অভিযোগ।
আরও পড়ুন, প্রতিবেশীর গলায় কাটারির কোপ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন
একটা সময় আর সহ্য না করতে পেরে পালাতে চেষ্টা করে নাবালিকা। কাঁদতে দেখে আতঙ্কিত নাবালিকাকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপরই তুলে দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানায়। শিক্ষিকাকে গ্রেফতারের দাবিতে সরব হন এলাকাবাসী। আটক করা হয় অভিযুক্ত শিক্ষিকাকে।
আরও পড়ুন, ২ মাসের লড়াই শেষ! কুখ্যাত সেই কর্ণের ছোড়া বোমায় জখম এএসআই-এর মৃত্যু
যদিও নাবালিকার মা থানায় শিক্ষিকার বিরুদ্ধে কোনও অভিযোগ না জানানোয়, আটক শিক্ষিকাকে পরে ছেড়ে দেয় পুলিস। ঘরে ফিরিয়ে দেওয়া হয় নাবালিকাকেও।