চিতাবাঘের হামলায় গুরুতর জখম চা-শ্রমিক
Updated By: Sep 2, 2017, 11:13 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন এক চা বাগান শ্রমিক। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি চা বাগানের মূর্তি ডিভিশনে। চেতন ওঁরাও নামে ওই শ্রমিক চালসার মঙ্গলবাড়ি ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন। তাঁর যাবতীয় চিকিত্সার খরচ দিচ্ছে বনদফতরই।
আরও পড়ুন- কুলিক নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল রায়গঞ্জের ২ স্কুলছাত্র
জানা গেছে, চা বাগানের পাঁচ নম্বর সেকশনে স্প্রে করার কাজ করছিলেন তিনি। হঠাত্ করেই নর্দমায় লুকিয়ে থাকা একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। গুরুতর আহত অবস্থায় চেতনকে প্রথমে চা বাগানেরই হাসপাতাল ও পরে মঙ্গলবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিতাবাঘটি সংলগ্ন চাপরামারি জঙ্গল থেকে এসেছে বলে সন্দেহ স্থানীয়দের। বন দফতরের কাছে তাঁদের আর্জি, সেটিকে ধরতে অবিলম্বে যেন খাঁচা পাতা হয়।