তমলুকে ধুন্ধুমার, শুভেন্দুকে ঘিরে TMC-র বিক্ষোভ, BJP-র পাল্টা উত্তেজনার মুখে সৌমেন মহাপাত্র
তমলুকে তৃণমূল-বিজেপি গণ্ডগোল।
নিজস্ব প্রতিবেদন: তমলুকে ভারত ছাড়ো আন্দোলন উদযাপনে উত্তেজনা। তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। পাল্টা সৌমেন মহাপাত্রকে ঘিরেও উত্তেজনা। তমলুকে তৃণমূল-বিজেপি গণ্ডগোল।
তমলুকে বেনেপুকুরের জেলখানা মোড়ে মহাত্মা গান্ধী-সহ বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে। সেখানেই একসঙ্গে কর্মীদের নিয়ে মাল্যদান করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য়ের মন্ত্রী সৌমেন মহাপাত্র। সেখানেই গণ্ডগোলের সূত্রপাত। দুই হেভিওয়েট নেতার উপস্থিতিতে উত্তেজনা।
আরও পড়ুন, PM Modi: প্রথমবারের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন মোদী
দুই নেতা পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায়। তৃণমূলের কর্মীরা কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে, পাল্টা বিজেপি সমর্থকরাও কটুক্তি করেন সেচমন্ত্রীকে। পুলিস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে সরকারের বিরোধিতায় বরাবরই মুখর শুভেন্দু। কিছুদিন আগেই কেন্দ্রের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।