প্রকাশ্যে এশিয়ান গেমসের সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের হার ছিনতাই

বাজার থেকে ফেরার পথে হার ছিনতাই স্বপ্না বর্মনের মায়ের। 

Updated By: Sep 13, 2018, 11:19 PM IST
প্রকাশ্যে এশিয়ান গেমসের সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের হার ছিনতাই

নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্যে গলার হার খোয়া গেল সদ্য এশিয়ান গেমসের পদকজয়ী স্বপ্না বর্মনের মায়ের। সকালে বাজারে তাঁর হার ছিনতাই করে দুষ্কৃতীরা। তদন্ত নেমেছে পুলিস। 

এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনার পদক জিতেছেন স্বপ্না বর্মন। দারিদ্র ও শারীরিক বাধা সরিয়েই দেশকে গৌরবান্বিত করেছেন বাংলার মেয়ে। দেশে ফিরে এশিয়ান গেমসের অন্যান্য পদকপ্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন স্বপ্না বর্মণ।শরীরে ব্যাথ্যা নিয়েও সোনা জিতেছেন তিনি। বাংলার মেয়ের হার না মনোভাবের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। 

এদিন কালিয়াগঞ্জ বাজারে গিয়েছিলেন স্বপ্না বর্মনের মা বাসনা বর্মন। ফেরার পথে তাঁর হার ছিনতাই হয়। ঘটনার তদন্তে নামলেন খোদ জলপাইগুড়ির পুলিস সুপার।

আরও পড়ুন- সবটাই সিপিএমের আমলে, এই ব্রিজটা ৫৪ বছর আগের, সরকারের উপরে দোষ দিয়ে লাভ নেই: মমতা

.