ফের করোনার থাবা মন্ত্রিসভায়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে স্বপন দেবনাথ
করোনা আবহেও রাস্তায় নেমে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।
Reported By:
কমলিকা সেনগুপ্ত
|
Updated By: Aug 11, 2020, 10:46 PM IST
ফাইল চিত্র
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ। আজই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর সঙ্কটজনক অবস্থায় বর্ধমান থেকে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দিতে হয়েছে তাঁকে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।
আরও পড়ুন: স্নাতকস্তরে অনলাইনে ফর্ম ফিলাপের 'রাজনৈতিক টানাপোড়েন', দিশেহারা ছাত্রছাত্রীরা
করোনা আবহেও রাস্তায় নেমে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও পুকুর পরিষ্কার, তো কখনও ১০০ দিনের কাজে শ্রমিককে সাহায্য করতে দেখা গিয়েছে বর্ধমানের স্বপন দেবনাথকে। এমনকী পিপিই পরে তিনি হাসপাতাল পরিদর্শনেও গিয়েছিলেন মন্ত্রী। তবে এড়ানো গেল না সংক্রমণ। আক্রান্ত হয়েছেন তিনিও।
Tags:
CoronavirusCOVID-19COVIDnovel coronavirusCoronaaffectedDeathsinfectedrecoveredCorona StatisticsCorona NumbersCurrent state of CoronaCovid HospitalKolkata Medical Collegecorona patient deathGovernment hospitalDoctorচিকিৎসার গাফিলতিতে মৃত্যুকোভিড হাসপাতালকলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকরোনাভাইরাসকোভিডকোভিড নাইন্টিননভেল করোনাভাইরাসকরোনাআক্রান্তসুস্থসাবধানতাচিকিত্সাআপডেটসংখ্যাগ্রাফপরিসংখ্যান