Suvendu Adhikari: 'উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি', মমতাকে নিশানা শুভেন্দুর

পৃথক রাজ্যের দাবি নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

Updated By: Apr 29, 2022, 06:51 PM IST
Suvendu Adhikari: 'উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি', মমতাকে নিশানা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সরব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পৃথক রাজ্য ইস্যুতে অবশ্য  'আলাদা করে মন্তব্য' নেই রাজ্যের বিরোধী দলনেতার। বরং বললেন, 'দলের স্ট্যান্ড যখন তৈরি হবে, তখনই বলা সম্ভব হবে'।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গের স্কুল বন্ধ কেন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির BJP বিধায়ক শঙ্কর ঘোষ। টুইট  করেছেন, 'এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি'!

 

 

 

এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। পাহাড়ে শুধু ঘুরতে যান মুখ্যমন্ত্রী'। তাঁর প্রশ্ন, 'উত্তরকন্যা থেকে কোন পরিষেবা পান? মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢালঢোক পিটিয়ে বলেছিলেন যে, এখানে উত্তরবঙ্গের মহাকরণ করে দিলাম। এক বছরেরও জলপাইগুড়ি সার্কিট এখন চালু হল না কেন? জিটিএ চুক্তি কতটা বাস্তবায়ন হয়েছে? ২০১৩ সাল থেকে কোনও অডিট করেনি। কেন্দ্র কোটি কোটি টাকা দিয়েছে'। 

এর আগে, বাংলার ভাগের দাবি উঠেছিল বিধানসভায়ও। বাজেট বিতর্ক চলাকালীন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছিলেন, 'উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। তাই ভাঙার কথা বলছি। বলতে থাকব'। এমনকী, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখেছিলেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.