'মুখ্যমন্ত্রী আমায় তাড়াননি, আমিও কোথাও যাইনি', কৌশলী বার্তা শুভেন্দুর
বৃহস্পতিবার রামনগরের সভামঞ্চে শুরুতেই সুর বেঁধে দেন শুভেন্দু অধিকারী। জানিয়ে দেন, এটা অরাজনৈতিক মঞ্চ।
নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরের রামনগরের সমবায় সভায় দল বা দলনেত্রীর নাম নিলেন না। তবে কৌশলী বার্তা দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। বলেন,''আমি এখনও একটা দলের প্রাথমিক সদস্য। মন্ত্রী করে রেখেছেন মুখ্যমন্ত্রী। উনিও আমায় তাড়াননি। আমিও কোথাও যাইনি।''
বৃহস্পতিবার রামনগরের সভামঞ্চে শুরুতেই সুর বেঁধে দেন শুভেন্দু অধিকারী। জানিয়ে দেন, এটা অরাজনৈতিক মঞ্চ। তবে এও স্পষ্ট করেন, অরাজনৈতিক সভাতেও ২০ হাজার লোক এসেছেন। শুভেন্দুর কথায়,''এটা সমবায়ের মেগা শো। রাজনৈতিক মেগা শো নয়। সমবায়ের সঙ্গে যুক্ত ২০ হাজার সদস্য এসেছেন। এটা একদিনে হয় না। এক দশক যুক্ত থাকতে হয়।''
সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর সভা করছেন, তাতে প্রশ্ন উঠছে, পরিবহণমন্ত্রী কি দলবদল করছেন? এ দিন সে কথাই তুলে কৌশলে জবাব দিলেন শুভেন্দু। বললেন,''আমি এখনও একটা দলের প্রাথমিক সদস্য। মন্ত্রী করে রেখেছেন মুখ্যমন্ত্রী। উনিও আমায় তাড়াননি। আমিও কোথাও যাইনি। নীতিবিরুদ্ধ কাজ করি না। দলে মতান্তর হয়, বিভেদ হয়, তা থেকে বিচ্ছেদ। দলের নিয়ন্ত্রকরা তাড়াননি বা আমি ছাড়িনি। নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই।''
মমতার বন্দ্যোপাধ্যায় নামে গাছে ছায়াতেই শুভেন্দু অধিকারী উপরে উঠেছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ দিন কল্যাণের নাম নেননি শুভেন্দু। ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন,''আমি যে পদগুলিতে আছি, সেগুলি নির্বাচিত। মনোনীত হইনি। শুভেন্দু অধিকারী স্থান, কাল, পাত্র জানে। ১০ নভেম্বর নন্দীগ্রামের শহিদ মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, রাজনীতির কথা বলি না। সমবায়ের মঞ্চেও বলব না। আজকে এখানে সমবায়ের মেগা শো হল। সমবায়ের ব্যানারে এত লোক জড়ো করতে রাজ্য তো পারবে না, দেশও পারবে না। দশকের পর দশক ধরে আন্দোলনে রয়েছি। সর্বক্ষণ মানুষের পাশে থেকে কাজ করি।''
সভায় উপস্থিত জনতার সমর্থনও চেয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন,''সকলের আশীর্বাদ সমর্থন দোয়া আছে তো? কোভিড হওয়ার সময় যেভাবে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা আগামী দিনে পান্তা খাওয়া, গামছা পরা ছেলেটা পাবে তো?''
সমস্বরে উত্তর আসল,''হ্যাঁ''।
আরও পড়ুুন- মমতা না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে: কল্যাণ