Suvendu Adhikari: কাঁথির পর এবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক, চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু

সর্বসম্মতিক্রমে পাস অনাস্থা প্রস্তাব। 

Updated By: Sep 16, 2021, 07:33 PM IST
Suvendu Adhikari: কাঁথির পর এবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক, চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন: ফের অনাস্থা প্রস্তাব। মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে এবার সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। আপাতত  ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।  

একুশের বিধানসভা ভোটের আগে দলবদল। মন্ত্রিত্ব-সহ সমস্ত সরকারি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। চলতি মাসের ৬ তারিখ শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা আনেন বোর্ডের ৬ সদস্য। কেন? তাঁদের অভিযোগ, দীর্ঘ এক বছর ব্যাঙ্কে আসছেন না নন্দীগ্রামের বিধায়ক। ফলে ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। 

আরও পড়ুন: Post-Poll Violence: মমতার নির্বাচনী এজেন্টকে জেরা CBI-র; প্রয়োজন হলে আবার আসব: Sheikh Sufian

এদিন ব্যাঙ্কের দফতরে বৈঠক হল। সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেল অনাস্থা প্রস্তাব। চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানোর পক্ষে মত দিলেন ১৪ জন বোর্ড সদস্যই। যিনি অপসারিত হলেন, তাঁকেও বৈঠকে ডাকা হয়েছিল, কিন্তু শুভেন্দু আসেননি বলে খবর। এর আগে যেদিন দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন, সেদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় ব্য়াঙ্কে। ওই ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন তিনি। ২৪ অগাস্ট ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাব পাস হয়।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.