'বৌমা আমার কীর্তিমান ভাইপোর নাম বলবে না', Mamata কে খোঁচা Suvendu-র

সবুজসাথীতে স্বজনপোষণের অভিযোগ করেছেন শুভেন্দু।

Updated By: Feb 23, 2021, 05:07 PM IST
'বৌমা আমার কীর্তিমান ভাইপোর নাম বলবে না', Mamata কে খোঁচা Suvendu-র

নিজস্ব প্রতিবেদন: দুয়ারে সরকার নয়, দুয়ারে সিবিআই। অভিষেকে-জায়াকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন তিনি বলেন,'ভাইপো কুলতলির মাটিতে বড় বড় কথা বলে গিয়েছিল। সিবিআই, ইডি কাঁচকলা করবে। এখন কী বলবেন বন্ধু? আজ দুয়ারে সরকার নয়, দুয়ারে সিবিআই।' শুভেন্দুর (Suvendu Adhikari) হুঁশিয়ারি,'আপনি অপেক্ষা করুন তোলাবাজ ভাইপো। আগে চেক দেখিয়েছিলাম। এবার লালার ডায়েরি দেখাব। ১৪ থেকে ২০ সাল পর্যন্ত কোথা থেকে কত টাকা তুলেছেন, সব আছে।'

রুজিরাকে (Rujira) সিবিআই জেরার করার আগে 'শান্তিনিকেতনে' পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রসঙ্গ তুলে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,'রাজীব কুমারকে বাঁচাতে ধর্না দিয়েছিলেন মাননীয়া। ১০০ কোটির বিরাট প্রাসাদ বানিয়েছে ভাইপো। সিবিআই না গেলে এত বড় প্রাসাদ কেউ দেখতে পেত না! আজ মাননীয়া বলতে গিয়েছিলেন, বৌমা আমার কীতির্মান ভাইপোর নামটা বলবে না।'

থাইল্যান্ডে নারুলার অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা জমা পড়েছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। সে কথা মনে করিয়ে বিজেপি নেতার মন্তব্য,'বারুইপুরের সভায় থাইল্যান্ডের ব্যাঙ্কের চেক দেখিয়েছিলাম। লালার টাকা জমা হয়েছিল ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে। আমি কারও বোন বা বউ বলিনি। ঠাকুরঘরে কে, আমি কলা খাইনি। তারপরই ভাইপো বলল, আমার স্ত্রীকে টেনে আনছে। বিদেশে টাকা পাচার করলে স্ত্রীকে ধরে টানবে না? কানিমোঝিকেও জেল খাটতে হয়েছিল।' 

সবুজসাথী প্রকল্পে স্বজনপোষণের অভিযোগ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, ভাইপোর শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর স্বামীর নাম অঙ্কুশ অরোরা। অঙ্কুশের বাবা পবন অরোরা। সবুজ সাথীর সাইকেল সাপ্লাই করে ওরা। নেওয়ার পর ৫০০টাকা দিয়ে সারাতে হয় আগে। 

আরও পড়ুন- তৃণমূলের পথে ক্রিকেটার Manoj Tiwary! বুধবার মুখ্যমন্ত্রীর জনসভায় যোগদান

.