'কর্মচারী হতে চাইলে TMC-তে থাকুন, সহকর্মী হলে BJP-তে', রাজীব-প্রবীরকে Suvendu

তৃণমূল কেন ছাড়লেন তার ব্যাখ্যা দিয়ে এ দিন শুভেন্দু অধিকারী বলেন,'আমি কর্মচারী হয়ে থাকার লোক নই। বিজেপিতে সহকর্মী হয়ে থাকব।'

Updated By: Jan 20, 2021, 07:24 PM IST
'কর্মচারী হতে চাইলে TMC-তে থাকুন, সহকর্মী হলে BJP-তে', রাজীব-প্রবীরকে Suvendu

নিজস্ব প্রতিবেদন: কর্মচারী হতে চাইলে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন। সহকর্মী হতে চাইলে বিজেপিতে আসুন। চন্দননগরের সার্কাস ময়দানের সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও প্রবীর ঘোষালকে (Prabir Ghoshal) বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সিঙ্গুরের 'মাস্টারমশাই'য়ের ছেলে বিজেপিতে আসতে চাইছেন বলেও দাবি করেন বিজেপি নেতা। 

এ দিন ফের বেসুরো বেজেছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি অভিযোগ করেছেন,পরিকল্পনা করে তাঁকে হারানোর চেষ্টা চলছে। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে যুবকদের কর্মসংস্থানের বিষয়টি তুলেছেন। কার্যত কাঠগড়ায় তুলেছেন নিজের দলকে।  এ দিন রাজীব ও প্রবীরকে শুভেন্দুর বার্তা,'রাজীব তো বেসুরো কী করবে জানি না! প্রবীর ঘোষালও বেসুরো। সবাইকে বলছি, কর্মচারী হয়ে থাকতে চাইলে তৃণমূল কোম্পানিতে থাকুন। সহকর্মী হয়ে কাজ করতে চাইলে বিজেপিতে আসতেই হবে।' জেলায় দলের সংগঠন উষ্মাপ্রকাশ করেছেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেছেন,'সিঙ্গুরে মাস্টারমশাই বেসুরো গাইছেন। তাঁর ছেলে তুষার বলছে, দাদা আমি বিজেপি করব।'          
 
তৃণমূল কেন ছাড়লেন তার ব্যাখ্যা দিয়ে এ দিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন,'আমি কর্মচারী হয়ে থাকার লোক নই। বিজেপিতে সহকর্মী হয়ে থাকব। নীতিগত সমঝোতা করিনি। ২৭ নভেম্বর ইস্তফা দিয়েছি। বলতে পারেন, এতগুলো দফতর দিয়েছে। ওইগুলি সব ল্যাম্পপোস্ট। কোনও রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা জনসভা থেকে হয়? এটা নামেই সর্বভারতীয় দল। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কিছু নেই।'

আরও পড়ুন- 'দল ভাঙিয়ে ব্যবসা করতে এসেছিল', বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক TMC 

 

.