ক্ষমতার দম্ভে ২৩৫ উঠে গিয়েছিল, মানুষই শেষ কথা: শুভেন্দু

শুভেন্দুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধন্দ। অনেকেরই প্রশ্ন, তিনি কি বিজেপিমুখী? 

Updated By: Nov 3, 2020, 08:09 PM IST
ক্ষমতার দম্ভে ২৩৫ উঠে গিয়েছিল, মানুষই শেষ কথা: শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন: ভাষণ দিচ্ছেন। সব বলছেন। অথচ থাকছে ধন্দ। ঠিক কাকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী? একেবারে ঝানু রাজনীতিকের মতোই সব তালগোল পাকিয়ে দিচ্ছেন শিশিরপুত্র। এ দিন যেমন, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়ালে পঞ্চায়েতের প্রশাসনিক ভবন উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেন,''ক্ষমতার দম্ভ দেখালে ২৩৫ যেমন উঠে গিয়েছে, তেমনই পঞ্চায়েতের ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও সরিয়ে দেবে মানুষ।''

বুদ্ধদেব ভট্টাচার্যের সেই 'আমরা-ওরা' স্মরণ করিয়ে এ দিন শুভেন্দু বলেন,''পার্টি দেখে কাজ করলে বেশিদিন থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে অনেকদিন থাকবেন। দিনের শেষে যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন! মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামে লড়াই দেখেছি। তখনকার সরকার বলেছিল,আমরা তো ২৩৫। ৩০ জনের কথা শুনবো কেন! এত পুলিস, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, এত বৈভব, এত অহংকার - দেড় বছরের লড়াইয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে গেল। মানুষ তছনছ করে দিল। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকবেন।''           

শুভেন্দুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধন্দ। অনেকেরই প্রশ্ন, তিনি কি বিজেপিমুখী? শুভেন্দু অধিকারী অবশ্য মুখে বলেছেন, মিডিয়ার কথায় কান দেবেন না। তবে যেভাবে 'আমরা দাদার অনুগামী'র ব্যানার, পোস্টার সাঁটাচ্ছেন, সভা করছেন, তাতে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নয়। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন,''মিডিয়ার মাধ্যমেই সব শুনছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনও কথা হয়নি।''        

আরও পড়ুন- বাংলায় অমিত শাহ থাকবেন ২ দিন, খাবেন আদিবাসী-মতুয়া বাড়িতে

.