ওরা যত খুশি রথ টানুক, আমাদের সঙ্গে মানুষ রয়েছে: সুব্রত

 রথযাত্রা কর্মসূচিতে কাটছাঁট করেছে বিজেপি। সূত্রে জানা গিয়েছে, চার জাগয়া থেকে বেরোবে রথ। 

Updated By: Jan 8, 2019, 03:15 PM IST
ওরা যত খুশি রথ টানুক, আমাদের সঙ্গে মানুষ রয়েছে: সুব্রত

নিজস্ব প্রতিবেদন: “ওরা যত খুশি রথ টানুক” বিজেপির রথযাত্রা নিয়ে কটাক্ষ তৃণমূলনেতা সুব্রত মুখোপাধ্যায়।

তিনি বলেন, “ওরা যত খুশি রথ টানুক, রাম এসে ভোট দিলে দিক। আমরা মানুষ নিয়ে আছি, মানুষের ভোট দেওয়াটাই আসল ব্যাপার।”

প্রসঙ্গত,  রথযাত্রা কর্মসূচিতে কাটছাঁট করেছে বিজেপি। সূত্রে জানা গিয়েছে, চার জাগয়া থেকে বেরোবে রথ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোচবিহার, গঙ্গাসাগর ও বীরভূম থেকে বেরোবে রথ।

আরও পড়ুন: রাজ্যে বনধের চিহ্ন মাত্র নেই, কোনও শ্রমিক-কৃষক স্বার্থ নেই, রয়েছে রাজনীতি: দিলীপ

কোচবিহার, গঙ্গাসাগর, কোচবিহার থেকে যে রথ বেরোবে, তা আগেই নির্ধারিত ছিল।  নতুন জায়গা হিসাবে উঠে এসেছে  পূর্ব মেদিনীপুরের হলদিয়ার নাম।এখনও পর্যন্ত ঠিক রয়েছে, ১৬ জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ।   শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর।  সম্ভবত সেদিনই কোচবিহার থেকে রথের উদ্বোধন করতে পারেন অমিত শাহ।  

আরও পড়ুন: প্রথম দিনের বনধের চেহারা দেখে কৌশল বদলানোর ইঙ্গিত বিমানবাবুর

এখনও পর্যন্ত রথযাত্রা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে একটি রিপোর্ট দেওয়া হয়। তাতে রথযাত্রায় রাজ্যে অশান্তি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রথযাত্রা মামলায় শীর্ষ আদালতও রাজ্যকে নোটিস পাঠিয়েছে। রাজ্যের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত।  আগামী মঙ্গলবার ফের শীর্ষ আদালতে এই মামলার শুনানি। সম্ভবত এদিনই চূড়ান্ত রায় দিতে পারে শীর্ষ আদালত।

 

.