উঠে গেল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের বিক্ষোভ
Updated By: Aug 24, 2017, 10:08 AM IST
ওয়েব ডেস্ক: কলেজে ছাত্র সংসদ বন্ধ করা নিয়ে গতকাল বিকেলে বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ। এরপর থেকে বিক্ষোভ শুরু করেন কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্র বিক্ষোভের জেরে আটকে পড়েন কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অন্য শিক্ষকরা। ২৪ ঘণ্টায় ছাত্র বিক্ষোভের খবর সম্প্রচার হতেই কলেজে ম্যাজিস্ট্রেট পাঠান জেলাশাসক রচনা ভগত। আসে পুলিসও। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তাঁরা। রাত ১১টা নাগাদ বিক্ষোভ তুলে নেন ছাত্রছাত্রীরা। ছাত্রদের দাবি, শুক্রবারের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পুলিস ও প্রশাসনের কর্তারা। আরও পড়ুন- উপাচার্যের সঙ্গে দফায় দফায় বৈঠকেই মিলল সমাধান সূত্র, বিশ্বভারতী থেকে উঠল ছাত্র বিক্ষোভ