উত্তাল বিশ্বভারতী, সাল্পিমেন্টারি পরীক্ষার দাবিতে আন্দোলনরত পড়ুয়াকে ‘মার’
সাপ্লিমেন্টারি পরীক্ষা ফিরিয়ে আনতে গত চার দিন ধরে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যের দফতরের সামনে চলছে অবস্থান কর্মসূচি।
নিজস্ব প্রতিবেদন: সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে আন্দোলন চলছে বিশ্বভারতীতে। সেই আন্দোলনে সামিল এক পড়ুয়াকেই এবার বেধড়ক মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে।
সাপ্লিমেন্টারি পরীক্ষা ফিরিয়ে আনতে গত চার দিন ধরে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যের দফতরের সামনে চলছে অবস্থান কর্মসূচি। কয়েকদিন ধরেই আন্দোলন তুলে নিতে হুমকি দিয়ে আসছে কয়েকজন বহিরাগত বলে অভিযোগ। মঙ্গলবার আন্দোলনকারী শুভদীপ দে নামের এক তৃতীয় বর্ষের ছাত্রকে বেধড়ক মারধর করা হয়। শান্তিনিকেতন থানায় বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত ছাত্রকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তদন্ত শুরু করে পুলিস।
আরও পড়ুন: BIG BREAKING: রাজ্যে ভূমিকম্পে মৃত্যু, জানুন কোথায় কী ক্ষতি হল
৩ দিন পেরিয়ে গেলেও অবস্থান থেকে সরতে নারাজ তাঁরা। উপাচার্যর দফতরের সামনে চলেছে অবস্থান বিক্ষোভ। অনশনে অসুস্থ হয়ে পড়েছেন পল্লিশিক্ষা ভবনের এক ছাত্র। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, অনশনকারী ছাত্র অসুস্থ হয়ে পড়ার পরেও কোনও খোঁজই নেয়নি কর্তৃপক্ষ। সবমিলিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!
বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, প্রতি বছরের মতো এবছরও সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আগেও এই বিষয় নিয়েই বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। সেসময়েই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানিয়ে দেন, সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ম বহির্ভূত।