কলেজ সোশ্যালে অশান্তি, ছুরিকাহত দ্বিতীয় বর্ষের ছাত্র
বৃহস্পতিবার রাতে কলেজের সোশ্যাল ছিল। অনুষ্ঠান শেষ হতেই কয়েকজন যুবক বচসায় জড়িয়ে পড়ে।
নিজস্ব প্রতিবেদন: গালিগালাজের প্রতিবাদ করায় হামলা। ছুরির আঘাতে জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দ্বিতীয় বর্ষের এক ছাত্র। জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের ঘটনা।
আরও পড়ুন: জয়নগরকাণ্ডের তদন্তভার CID-কে, CCTV ফুটেজ দেখে গ্রেফতার ৪ সন্দেহভাজন
বৃহস্পতিবার রাতে কলেজের সোশ্যাল ছিল। অনুষ্ঠান শেষ হতেই কয়েকজন যুবক বচসায় জড়িয়ে পড়ে। সৌভিক মজুমদার নামে কলেজেরই এক ছাত্রের ওপর হামলা হতে থাকে । সৌভিকের দাদা সৌরভ ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ঘটনাস্থলে হাজির হয় সৌরভ। তখনই তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: জয়নগরকাণ্ডে ক্রমশ স্পষ্ট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের তত্ত্ব
অবস্থার অবনতি হওয়ায় সৌরভকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছেলের জখম হওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়ে জ্ঞান হারান সৌভিক ও সৌরভের বাবা। হামলাকারীরা সকলেই বহিরাগত বলে দাবি আক্রান্তের ভাই সৌভিকের। ঘটনার তদন্ত শুরু করেছেন কোতয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার নিজে।