হোস্টেলের দাবিতে বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ
Updated By: Aug 23, 2017, 09:52 AM IST
ওয়েব ডেস্ক: ফের বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ। রাতভর ঘেরাও রেজিস্ট্রার। হোস্টেলের দাবিতে মঙ্গলবার বেলা ১২টা থেকে কর্মসচিব অমিত হাজরাকে ঘেরাও করে রেখেছেন শরীর শিক্ষা বিভাগের পড়ুয়ারা। তাদের অভিযোগ, হোস্টেল নির্মাণের ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। লিখিত আকারে হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত ঘেরাও চলবে বলে জানিয়েছে ছাত্ররা। এদিকে ঘেরাও চলাকালীন অসুস্থ ১ ছাত্র।
উল্লেখ্য, গত ১০ই অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভেঙে স্টুডেন্ট কাউন্সিল তৈরির নির্দেশের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসেছিল পড়ুয়ারা। আটকে ছিলেন উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার সহ অধ্যাপকরা। জুটার মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয় এবং ৩৪ ঘণ্টা পর ১২ই অগস্ট উঠে যায় বিক্ষোভ।