প্রেমিকের লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতনে আত্মঘাতী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

প্রেমিকের লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন। অপমানে আত্মঘাতী হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বারাকপুর থানার অভিযোগ করেছে পরিবার। অভিযুক্ত পলাতক। মুক্তির পেতে এই সিলিং ফ্যানকেই বেছে নিলেন প্রিয়াঙ্কা। শুক্রবার সকালে উদ্ধার হল ঝুলন্ত দেহ। প্রেমিক যোগীন্দরের দিকেই আঙুল তুলছে পরিবার।

Updated By: Jun 3, 2017, 07:48 PM IST
প্রেমিকের লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতনে আত্মঘাতী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ওয়েব ডেস্ক: প্রেমিকের লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন। অপমানে আত্মঘাতী হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বারাকপুর থানার অভিযোগ করেছে পরিবার। অভিযুক্ত পলাতক। মুক্তির পেতে এই সিলিং ফ্যানকেই বেছে নিলেন প্রিয়াঙ্কা। শুক্রবার সকালে উদ্ধার হল ঝুলন্ত দেহ। প্রেমিক যোগীন্দরের দিকেই আঙুল তুলছে পরিবার।

বীজপুরের যোগীন্দরের সঙ্গে প্রেম ছিল। বিয়ে পর্যন্ত কথাবার্তা এগিয়েছিল। তারপরেই অধিকার বোধ চেপে বসে যোগীন্দরের। প্রথমে সন্দেহ। তারপর তার বশে শারীরিক ও মানসিক নির্যাতন। বিয়ে ভেঙে দিয়েও বাঁচেননি প্রিয়াঙ্কা। তাঁর ওপর নজর রাখতে নিয়োগ করা হয় এলাকার দুই যুবককে। ৩১ সে মে পরীক্ষা ছিল প্রিয়াঙ্কার। তখনও যোগীন্দর মারধর করে বলে অভিযোগ। তারপরেই চরম পথ বেছে নেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্রীটি।

.