যৌথ ফোরামের ডাকে উত্তরবঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট

যৌথ ফোরামের ডাকে উত্তরবঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট। ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে গতকাল থেকেই আন্দোলনে নেমেছিলেন চা শ্রমিকরা। তারই কর্মসূচি হসেবে আজ চার জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন চা শ্রমিকদের যৌথ ফোরাম। আর সেই ধর্মঘটেই সমর্থন জানিয়েছে মোর্চা। ধর্মঘটের জেরে সকাল থেকেই শুনসান পথঘাট। তবে সরকারি যানবাহন চলছে। এখনও পর্যন্ত কোনও পিকেটিং চোখে পড়েনি। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা।

Updated By: Jun 13, 2017, 08:53 AM IST
যৌথ ফোরামের ডাকে উত্তরবঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট

ওয়েব ডেস্ক: যৌথ ফোরামের ডাকে উত্তরবঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট। ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে গতকাল থেকেই আন্দোলনে নেমেছিলেন চা শ্রমিকরা। তারই কর্মসূচি হসেবে আজ চার জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন চা শ্রমিকদের যৌথ ফোরাম। আর সেই ধর্মঘটেই সমর্থন জানিয়েছে মোর্চা। ধর্মঘটের জেরে সকাল থেকেই শুনসান পথঘাট। তবে সরকারি যানবাহন চলছে। এখনও পর্যন্ত কোনও পিকেটিং চোখে পড়েনি। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা।

আরও পড়ুন দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৪ জেলায় কাল সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে

প্রসঙ্গত, দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৪ জেলায় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট ডাকা হয়েছে চা শ্রমিকদের মিলিত ফোরামের পক্ষ থেকে। কিন্তু শুধু ফোরামই নয়, সেই ধর্মঘটকে সমর্থন করে রাজ্যের বিরুদ্ধে নতুন কৌশল নিল মোর্চা। ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে চা শ্রমিকদের আন্দোলন চলছে।তারই কর্মসূচি হিসেবে ১৩ জুন অর্থাত্‍ মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মেখলিগঞ্জ ও উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাধারণ ধর্মঘট ডেকেছে শ্রমিক ফোরাম। সেই ধর্মঘটকে আগেই সমর্থন করেছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। এবার গোর্খা জনমুক্তি মোর্চাও ধর্মঘটকে সমর্থন করল।

আরও পড়ুন  এবার রোগীই ধরিয়ে দিল কোচবিহারের এক ভুয়ো ডাক্তারকে

.