মেমারিতে কুকুরবোঝাই ট্রাক উদ্ধার করলেন গ্রামবাসীরা

ভাগাড়কাণ্ডের আতঙ্কের মধ্যেই পূর্ব বর্ধমানের মেমারিতে কুকুরবোঝাই গাড়ি ঘিরে চাঞ্চল্য। খাঁচাবন্দি কুকুরগুলি ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। ঘটনায়মেমারির কলানব গ্রামে।

Updated By: May 19, 2018, 08:23 PM IST
মেমারিতে কুকুরবোঝাই ট্রাক উদ্ধার করলেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিবেদন: ভাগাড়কাণ্ডের আতঙ্কের মধ্যেই পূর্ব বর্ধমানের মেমারিতে কুকুরবোঝাই গাড়ি ঘিরে চাঞ্চল্য। খাঁচাবন্দি কুকুরগুলি ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। ঘটনায়মেমারির কলানব গ্রামে।
শুক্রবার রাতে একটি খাঁচা করে চারটি কুকুর পাচার করার সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে। অবস্থা বেগতিক বুঝে গাড়ির চালক ও খালাসি কুকুর-সহ খাঁচাটি ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িটি বড়শুল টেক্সটাইলের।
প্রাণী প্রেমীদের মতে সম্ভবত উত্তর-পূর্ব ভারতে পাচারের জন্য রাতের অন্ধকারে রাস্তার কুকুর ধরে বেড়াচ্ছিল দলটি। জুনের শেষে কর্কট সংক্রান্তিতে চিনের কিছু অংশে কুকুরের মাংস খাওয়ার রীতি রয়েছে। উত্তর পূর্বের কয়েকটি জনজাতি এই রীতি পালন করে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজার হাজার কুকুর পাচার হয় বলে অভিযোগ। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়েও তেমন সাফল্য পায়নি প্রশাসন ও প্রাণীপ্রেমীরা। 

.