পাথরের চাঁই ঢালতে গিয়ে দুর্ঘটনা, শালতোড়ায় ক্রাশারের বেল্টে জড়িয়ে মৃত্যু মহিলা শ্রমিকের

সাড়ে পাঁচ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করে শালতোড়া থানার পুলিস

Updated By: Nov 11, 2019, 08:04 AM IST
পাথরের চাঁই ঢালতে গিয়ে দুর্ঘটনা, শালতোড়ায় ক্রাশারের বেল্টে জড়িয়ে মৃত্যু মহিলা শ্রমিকের

নিজস্ব প্রতিবেদন: কয়েক মুহূর্তেই ক্রাশারের বেল্টে তালগোল পাকিয়ে গেল দেহটা। চোখের সামনে এমন ঘটনা দেখে আতঙ্কিত অন্যান্যরাও।

আরও পড়ুন-রাজ্যে বুলবুল-এর তাণ্ডবে মৃত ৭, বিবৃতি দিয়ে জানাল নবান্ন, পড়ুন পূর্ণাঙ্গ রিপোর্ট

রবিবার বাঁকুড়ার শালতোড়ায় ক্রাশারে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ঠাকুরমনি বাস্কে। তাঁর বাড়ি শালতোড়ার মুড়লু গ্রামে।

রোজকার মতো শিশুতল এলাকার একটি পাথর ক্রাশারে কাজে আসেন ঠাকুরমনি। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মেশিনে পাথরের চাঁই ঢালতে গিয়ে ঘটে যায় বিপত্তি। ক্রাশারের বেল্টে আটকে যায় ঠাকুরমনির কাপড়। কয়েক সেকেন্ডেই বেল্টে তালগোল পাকিয়ে যায় তাঁর দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-প্রয়াত ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন

এদিকে, ঘটনাটি ধামাচাপা দেওয়ায় অভিযোগ উঠেছে ক্রাশার মালিকের বিরুদ্ধে। মৃতদেহ আটকে পরিবারের সঙ্গে টাকার রফা করার চেষ্টা করে ক্রাশারের মলিক। বিকেল চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত ক্রাশারের কাছেই পড়ে থাকে ঠাকুরমনির মৃতদেহ। শেষপর্যন্ত আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয় ঠাকুরমনির পরিবার। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করে শালতোড়া থানার পুলিস।

.