চুরির প্রতিবাদে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাজ্য সড়ক
চুরির প্রতিবাদে দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল রাজ্য সড়ক। গতরাতে হুগলির আরামবাগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে চুরি হয় বলে অভিযোগ। চলে অবাধে লুঠপাট। ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।
ওয়েব ডেস্ক : চুরির প্রতিবাদে দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল রাজ্য সড়ক। গতরাতে হুগলির আরামবাগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে চুরি হয় বলে অভিযোগ। চলে অবাধে লুঠপাট। ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- দুর্গাপুরের ইস্পাত আবাসনে জলের দাবিতে বিক্ষোভ
এই ঘটনার প্রতিবাদে আজ দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয়। অবরোধ তুলতে হরিণখোলায় পুলিস পৌছলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে অবশেষে ওঠে বিক্ষোভ।