এবারের পঞ্চায়েত নির্বাচনে অভিনব পদক্ষেপ কমিশনের
কমিশনার আরও জানান, কোনও বুথে যদি ৯০ শতাংশ ভোট পড়ে, তাহলে তা পর্যালোচনা করে দেখা হবে। রিগিং রুখতেই কড়া পদক্ষেপ কমিশনের।
নিজস্ব প্রতিবেদন: এবারের পঞ্চায়েত নির্বাচনে নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের। প্রতি জেলার ১০ শতাংশ বুথে নজরদারির সিদ্ধান্ত। কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে, স্ক্রটিনি হবে। সাংবাদিক বৈঠকের পর জানালেন পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং।
তিনি জানান, এবারের নির্বাচনে প্রতি জেলার স্পর্শকাতর, অতি স্পর্শকাতর প্রায় ১০ শতাংশ বুথে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিটিভি ও ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারি করবে কমিশন। তবে কোন কোন বুথে নজরদারি হবে, তা জেলাশাসকই ঠিক করবেন।
আরও পড়ুন: আমি কোনও প্রাণনাশের হুমকি পাইনি: অমরেন্দ্রকুমার সিং
কমিশনার আরও জানান, কোনও বুথে যদি ৯০ শতাংশ ভোট পড়ে, তাহলে তা পর্যালোচনা করে দেখা হবে। রিগিং রুখতেই কড়া পদক্ষেপ কমিশনের।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এখন একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হল নিরাপত্তা ইস্যু। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন কী পদক্ষেপ করছে, তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা। এবার কিছুটা তা স্পষ্ট করলেন নির্বাচন কমিশন।
আরও পড়ুন: স্ত্রীকে উপহার দিতে বাবা-মায়ের গায়ে থুতু ছেটাল একমাত্র ছেলে!
প্রসঙ্গত, রবিবার কংগ্রেস নেতা রাহুল সিনহার মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করেন অমরেন্দ্রকুমার সিং।তিনি বলেন, ‘‘ শুনলাম বলা হচ্ছে, আমাকে নাকি কোনও রাজনৈতিক দলের তরফে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’’